হাওর বার্তা ডেস্কঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারিকরণ সংক্রান্ত পত্রটি ৪ ডিসেম্বর ২০১৮ তারিখের ৩৭.০০.০০০০.০৭২.১৬.০১৫.৩৪০(৫) নং স্মারকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়নি বলে সর্তক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়েছে, এক ধরণের প্রতারক চক্র শিক্ষা মন্ত্রণালয়ের নামে সাধারণ শিক্ষকদের প্রতারণার ফাঁদে ফেলে বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করছে।
প্রতারক চক্রের হাত থেকে জনসাধারণকে সাবধান করার লক্ষ্যে গত ১৮/৯/২০১৮ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি পত্র জারি করা হয়েছে। তারপরও প্রতারক চক্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এমতবস্থায়, এ ধরণের কাজের সঙ্গে জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।