হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের এমপি আফজাল হোসেনকে বয়কটকারী এ আসনের দু’টি উপজেলার সাবেক ছাত্রলীগ নেতারা এবার অভিমান ক্ষোভ ভুলে তার পক্ষে অবস্থান নিয়েছেন।
সভা সমাবেশ মিছিল করে তার পক্ষে ভোট চাইছেন। মঙ্গলবার বিকালে এসব ছাত্রলীগ নেতার নেতৃত্বে আওয়ামী লীগ প্রার্থী আফজাল হোসেনের সমর্থনে বাজিতপুর উপজেলার সরারচর রেলগেট বাজার এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্টেশন মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সাবেক ছাত্রলীগ নেতারা। এ সমাবেশে সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাজু, এ্যাডভোকেট আরকান মিয়া, পারভেজ মিয়া, হুমায়ুন কবির, তরিকুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।