বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৪তম ব্যাচের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো উদ্বোধনী অনুষ্ঠান, কেক কাটা, মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজ এর সেক্রেটারী ইঞ্জি: এম. এ. গোলাম দস্তগীর। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং বিইউ’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সমন্বয়কারি ছিলেন খন্দকার ইমরান রশিদ এবং উপস্থাপনা করেন বিভাগীয় শিক্ষার্থী রাব্বী-আল-নোমান ও মিস্টি হক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি: গোলাম দস্তগীর বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসায় শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ব্যবসায় শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে ছাত্র-ছাত্রীদের কল্যানে কাজ করে যাচ্ছে। তিনি বিইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে খুবই আশাবাদী ।
উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন যারা এটা প্রতিষ্ঠা করেছেন তাঁরা অত্যন্ত সৃষ্ঠিশীল মানুষ হিসেবে সমাজে পরিচিত। সৃষ্টিশীল মানুষদের অক্লান্ত পরিশ্রমে গড়া এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পুলিশ বাহিনীকে শত্রু না ভেবে দেশের মানুষের বন্ধু হিসেবে ভাবার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলো সেফ-৩৪।