হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা লোহাজুরীতে অবস্থিত মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে চালানো হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ব্যক্তি উদ্যোগে স্থাপিত পার্কটি। কেটে ফেলা হয়েছে হাজারো বিরল জাতের গাছ, সেতু, মুক্তিযুদ্ধের স্মৃতির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। হামলার সময়ে পালিয়ে জীবন রক্ষা করেন পার্কের উদ্যোক্তা নূরুজ্জামান ইকবাল।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে তুলতে ধরতে ২০১০ সালে ব্যক্তিগত প্রচেষ্টায় কিশোরগঞ্জ সদর থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে এ পার্কটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রতিদিন শতাধিক দর্শনার্থী পার্কটিতে ঘুরতে এসে বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসও সেখানে খুঁজে পান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠের মুরাল ও অস্ত্রধারী মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যসহ নানা স্থাপনা রয়েছে পার্কটিতে।
নূরুজ্জামানইকবালের স্ত্রী এ্যাডভোকেট রাশিদা ইকবাল অভিযোগ করেন, লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হামলা ঘটেছে। ওই উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুজ্জামান ইকবাল। রাশিদা ইকবাল অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত অন্তত দুই শতাধিক লোক বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পার্কে প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চালায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।