হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং ২ জানুয়ারি সেনাবাহিনী উঠিয়ে নেয়া হয়ে। তিনি জানান, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটের মাঠে থাকবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকেদের এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েনের পরিকল্পনা আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শনিবার। কেননা, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছেনি।’
ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক টুজি করার প্রস্তাবের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজন হলে বিবেচনা করে দেখা যেতে পারে।’
নির্বাচনের দিন সাংবাদিকদের ভূমিকার কথা বলতে গিয়ে ইসি সচিব বলেন, ‘ভোটকেন্দ্র থেকে ভিডিও করা যাবে না। তবে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই। এক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই অফিসের নিয়োগপত্র ও আইডি কার্ড দিয়ে সাংবাদিক পরিচয়পত্র নিতে হবে।’
নির্বাচনে বিএনপি প্রধানের ছবি প্রার্থীর পোস্টারে ব্যবহার করা যাবে কি না এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যে সব দলের নিবন্ধন নেই, তাদের প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন। আর যাদের নিবন্ধন আছে, যেসব দলের প্রার্থীরা পারবেন না। কেননা, তাদেরর দলের প্রধান আছে। তবে এ নিয়ে আইনি জটিলতা আছে।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।