ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় জনগণের কাছ থেকে নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, ‘আপনারা আমাকে ওয়াদা দেন যে, নৌকা মার্কায় ভোট দেবেন।’ তখন উপস্থিত জনতা ওয়াদা দেন।

প্রধানমন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের ওয়াদা নিলাম। আপনাদেরও ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।’

বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় নির্বাচনী পথসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে নৌকার ভোট চাইতে এসেছি। নৌকার জয় না হলে এই পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে। উন্নয়নের গতি থেমে যাবে। মনে রাখবেন, আপনাদের একটি ভোট অনেক গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে একটি সিটের জন্য হয়তো আমরা সরকার গঠন করতে পারব না। এ জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন আপনার ভোট ছিনিয়ে না নিতে পারে।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা আপনাদের অনেক প্রলোভন দেবে। এতে পা দেয়া যাবে না। আওয়ামী লীগের প্রতিনিধিকে ভোট দেবেন।

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। এ সময় তিনিও ভুল-ত্রুটি মাফ করে দিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় জনগণের কাছ থেকে নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, ‘আপনারা আমাকে ওয়াদা দেন যে, নৌকা মার্কায় ভোট দেবেন।’ তখন উপস্থিত জনতা ওয়াদা দেন।

প্রধানমন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের ওয়াদা নিলাম। আপনাদেরও ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।’

বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় নির্বাচনী পথসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে নৌকার ভোট চাইতে এসেছি। নৌকার জয় না হলে এই পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে। উন্নয়নের গতি থেমে যাবে। মনে রাখবেন, আপনাদের একটি ভোট অনেক গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে একটি সিটের জন্য হয়তো আমরা সরকার গঠন করতে পারব না। এ জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন আপনার ভোট ছিনিয়ে না নিতে পারে।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা আপনাদের অনেক প্রলোভন দেবে। এতে পা দেয়া যাবে না। আওয়ামী লীগের প্রতিনিধিকে ভোট দেবেন।

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। এ সময় তিনিও ভুল-ত্রুটি মাফ করে দিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।