হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিটে গাড়ি বহর নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার মাজার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে এদিন বিকেলে কোটালিপাড়ায় জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী।
গোপালগঞ্জ থেকে ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো: ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।