হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা দেওঘর ও বাঙ্গালপাড়া ইউনিয়নের পনেরটি পথসভা করেন দুইবারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন ধাপে এ পথসভা করলেন। প্রত্যেকটি পথসভা জনস্রোতে পরিণত হয় এবং সবাই নৌকার পক্ষে করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক হায়দারী বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজতবা আরিফ খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, বাংলাদেশ মৎসজীবি সমিতির সভাপতি মাসুক নাজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেবসহ প্রমুখ।