বীরশ্রেষ্ঠ রুহুল ৪৭তম আমিনের শাহাদাতবার্ষিকী আজ

হাওর বার্তা ডেস্কঃ আজ ১০ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১-এর এ দিনে খুলনার রূপসা নদীতে রণতরী পলাশে যুদ্ধরত অবস্থায় পাক হানাদার বাহিনীর জঙ্গিবিমান থেকে বর্ষিত গোলার আঘাতে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে মুক্তিযোদ্ধাদের বহনকারী যুদ্ধজাহাজ পলাশের ইঞ্জিন রুমের দায়িত্ব পালনের সময় পাকিস্তানি সেনা ও রাজাকার-আলবদর বাহিনীর ছোড়া বোমা ইঞ্জিন রুমে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। দগ্ধ রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসা নদীতে।

পাড়েও এসে পৌঁছান একসময়। অপেক্ষমাণ রাজাকারের দল বেয়নেট দিয়ে হত্যা করে এ বীরসন্তানকে। তার তিন মেয়ে জাকিয়া খাতুন, নূরজাহান বেগম, ফাতেমা বেগম ও দুই ছেলে মোহাম্মদ আলী বাহার ও শওকত আলীর মধ্যে মোহাম্মদ আলী বাহার মারা গেছেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর