হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনে ৯০ জন প্রার্থীর মধ্যে ২২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার (৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রত্যাহারের আবেদনপত্র জমা দেওয়া হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, বৈধ ৯০ জনের মধ্যে ২২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেন। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন-
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): কৃষক শ্রমিক জনতা লীগের বাবুল দেবনাথ ও আব্দুস সালাম, খেলাফত মজলিসের রফিকুল ইসলাম।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): বিএনপির নজরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা তৈয়বুর রহমান।
ময়মনসিংহ-৪ (সদর): বিএনপির দেলোয়ার হোসেন খান দুলু, আ’লীগ বিদ্রোহী আমিনুল হক শামীম, গণফোরামের মাসুদুল হাসান, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যাপক শাহিনুর আলম।
ময়মনসিংহ-৫ (মুক্তাাগছা): ওয়ার্কাস পার্টির জাকির হোসেন বাবুল।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া): বিএনপির মো. আকতারুল আলম ফারুক, জামায়াতে ইসলামীর অধ্যাপক জসিম উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগ বিল্লাল হোসেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): খেলাফত মজলিসের আব্দুল মোমেন, বিএনপির আমিনুল ইসলাম সরকার, স্বতন্ত্র হাবিুর রহমান, জাকের পার্টির মোস্তফা আমির ফয়সাল।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): কৃষক শ্রমিক জনতা লীগের খিজির হায়াত খান,।
ময়মনসিংহ-৯ (নান্দাইল): গণফোরামের লতিফুল বারী হামিম, জাসদের গিয়াস উদ্দিন, বিএনপির ওয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহ-১১ (ভালুকা): বিএনপির মো. আনোয়ার আজিজ।