হাওর বার্তা ডেস্কঃ টেকসই উন্নয়ন, গণতন্ত্র , শান্তি ও সুশাসন দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ব্যানার ও পোষ্টার হাতে নিয়ে আখড়াবাজার চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানবন্ধন শেষে দুর্নীতি বিরোধী র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মো. আক্তার জামিল। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুলাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহ্দী হাসান প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।