টেকনোক্রেট কোন মন্ত্রী ৯ ডিসেম্বর পর থেকে মন্ত্রি পরিষদে থাকছেন না

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টেকনোক্রেট কোন মন্ত্রী ৯ তারিখের পর থেকে মন্ত্রি পরিষদে থাকছেন না। তাদের পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া আছে। নির্বাচনকালীন সরকারের মন্ত্রী পরিষদের আকার ছোট বা বড় করার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। বর্তমান মন্ত্রিপরিষদে চারজন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। এরা হলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রবাসী ও কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে মনোনয়ন বঞ্চিতরা বিএনপির সেক্রেটারি জেনারেল অফিসে হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবির হাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ছুন্নার দীঘি মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় লোকজনের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ এলাকায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ জনপ্রিয়তা হারিয়ে আচরনবিধি ভঙ্গ করছেন। মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি লাঠিসোটা নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। নিজ দলের লোকজনকে দিয়ে বোমা ফাটিয়ে আমাদের উপর দোষ দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে দণ্ডিত ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে এমন নজির নেই। খালেদা জিয়ার দণ্ড মওকুফ করার জন্য মির্জা ফখরুলের দাবি অবান্তর।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা: এবিএম জাফর উল্যাহ, কবির হাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, আওয়ামী লীগ নেতা ডা: এ কেএম জাফর উল্যাহ, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটু সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর