ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে ইসির আনুকূল্য পেয়েছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকূল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়স্থ নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নানা ইস্যুতে মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিনের মতো মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য—নির্বাচনকে বিতর্কিত করা, সরকারের ভূমিকাকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।

তিনি বলেন, এ যাবৎকালের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসলে ৮০০ প্রার্থী মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীনভাবে ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হওয়া সত্ত্বেও তাদের ৫৫৬ জনের প্রার্থিতা টিকেছে। ইসিতে আপিলে গতকাল শুক্রবার পর্যন্ত বিএনপির প্রায় ১০০ প্রার্থী ফেরত পেয়েছে।

বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় সাক্ষরই করেননি। এরপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। এই জন্যই মির্জা ফখরুল ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে ইসির আনুকূল্য পেয়েছে বিএনপি

আপডেট টাইম : ০৩:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকূল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়স্থ নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নানা ইস্যুতে মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিনের মতো মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য—নির্বাচনকে বিতর্কিত করা, সরকারের ভূমিকাকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।

তিনি বলেন, এ যাবৎকালের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসলে ৮০০ প্রার্থী মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীনভাবে ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হওয়া সত্ত্বেও তাদের ৫৫৬ জনের প্রার্থিতা টিকেছে। ইসিতে আপিলে গতকাল শুক্রবার পর্যন্ত বিএনপির প্রায় ১০০ প্রার্থী ফেরত পেয়েছে।

বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় সাক্ষরই করেননি। এরপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। এই জন্যই মির্জা ফখরুল ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন।