হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করেছে।
আজ শনিবার নির্বাচন কমিশনের ১০ তলায় অবস্থিত অস্থায়ী এজলাসে খালেদা জিয়ার করা আপিল নং ২৮৫ তে ফেনী-১ ৪৪১ তে বগুড়া-৬ ও ৪৭৯ তে বগুড়া ৭ আসনের শুনানি শেষে এ আদেশ দেয় নির্বাচন কমিশন।
শুনানির যুক্তিতর্কে এক পর্যায়ে কমিশনের পক্ষ থেকে খালেদার আইনজীবীদের বলায় একই গ্রাউন্ডে তারা কেন কথা বলছেন।
এ সময় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ইসির এজলাসে যুক্তিতর্কে বলেন, আমি অন্য কথা বলব কেন? যেই গ্রাউন্ডের ওপর বাতিল করা হয়েছে সেটির ওপর কথা বলব। এর উত্তরে ইসির অস্থায়ী এজলাস থেকে বলা হয়, বিকাল ৫ টার দিকে রায় দেওয়া হবে।
উল্লেখ, বিগত ২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মধ্যেই তিনটি আসনেই বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের আশঙ্কায় ওই সব আসনে বিএনপির একাধিক প্রার্থীকে বিকল্প হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।