হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৬ আসনে মনোনীত প্রার্থীদের মধ্যে নারী মাত্র ৯ জন। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। বিএনপির এই ৯ নারী প্রার্থী হলেন, রংপুর-৩ আসনে রিটা রহমান, নাটোর-১ কামরুন্নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসিমন ছবি, সিরাজগঞ্জ-১ রুমানা মোরশেদ কনকচাঁপা, ঝালকাঠি-২ জেবা আমিন খান শেরপুর-১ ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪ তাহমিনা জামান, ফরিদপুর-২ শামা ওবায়েদ এবং কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।
বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ জন নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির সংখ্যালঘু প্রার্থী যাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ জন এবার বিএনপির ২০৬ জনের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে দুজন পার্বত্য চট্টগ্রামের দুটি জেলা থেকে মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। যে ৯৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি, সেখানে আপিল নিষ্পত্তি না হওয়া, ঐক্যফ্রন্ট ও ২০–দলীয় জোটের আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত চূড়ান্ত তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ছয় প্রার্থী হলেন— গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), গৌতম চক্রবর্তী (টাঙ্গাইল-৬), মিলটন বৈদ্য (মাদারীপুর-২), মণি স্বপন দেওয়ান (রাঙামাটি) ও সাচিং প্রু (বান্দরবান)।
গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আর নিতাই রায় চৌধুরী দলটির ভাইস চেয়ারম্যান।