স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সৎ উদ্দেশ্যেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে আইন সংশোধন করে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার মন্ত্রিসভায় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তকে সরকারের দুরভিসন্ধি বলে দাবি করে বিএনপি।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সংঘাত-সহিংসতার পথ বন্ধ করবে বলে মনে করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এ পদ্ধতিতে নির্বাচন হলে সংঘাত হবে না। বরং নির্বাচনে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হবে।
প্রতীকের বিষয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সবাই দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বলে। বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাচ্ছে দলীয় পরিচয়ে। এটা আমরা ওপেন করে দিচ্ছি। প্রার্থীরা দলীয় পরিচয়েই নির্বাচন করবে। এতে উত্সবের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।