শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।
মন্ত্রী ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে সাইক ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট) থেকে ৪ বছরের ডিপ্লোমা সনদ অর্জনকারীদের কর্মসংস্থান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে দেশে প্রযুক্তির ব্যাপক প্রসার হয়েছে। এতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রতি শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ বেড়েছে।
সাইক ইনস্টিটিউট থেকে ২১৮ জন শিক্ষার্থী ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে, যাদের অধিকাংশেরই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। সে উপলক্ষে আজকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এস্টেট প্রকল্প পরিচালক ইমরান আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন।