যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠেয় ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ এবং জার্মানিতে পৃথিবীর বড় ‘ফ্রাঙ্কফুট বইমেলা’তে যোগদানের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দেশ দুটি সফরে যাচ্ছেন।
তিনি আজ ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশ দু’টি সফর করবেন। সফর শেষে তিনি ১৯ অক্টোবর দেশে ফিরবেন।যুক্তরাজ্যস্থ ‘ইউরোপিয়ান কলেজ অব ’ল ২০১৩ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রকাশিত গ্রন্থাবলী ও অন্যান্য প্রকাশনার একক বইমেলার আয়োজন করে আসছে।
এর ধারাবাহিকতায় এ বছরের অক্টোবর মাসের ১১ ও ১৩ তারিখ অক্সফোর্ড হাউজ, বেথনালগ্রিন, লন্ডনে ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।এবারের বইমেলায় ব্রিটেনের শিক্ষাবিদ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রবাসী বাঙালি বিশেষ করে তরুণ প্রজন্ম সম্পৃক্ত থাকবেন।
অন্যদিকে ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্র্াঙ্কফুট বইমেলা’। এবারই প্রথম বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি পরিচালনায় ‘বাংলাদেশ’ নামে এ মেলায় একটি স্টল থাকবে। এ স্টলের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী।