হাওর বার্তা ডেস্কঃ জার্মানিতে রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান জনাকীর্ণ রাস্তায় আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় তিন পথচারী নিহত হয়। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় স্থানীয় সময় প্রায় পৌনে ৪টার দিকে হেসে রাজ্যের ফুলদা শহর সংলগ্ন ওয়াসেরকুপ্পা পর্বতের এক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, দুর্ঘটনার সময় এক ইঞ্জিনের ক্ষুদ্র বিমানটি অবতরণের চেষ্টা করছিল। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফের উপরে উঠার চেষ্টা করে বিমানটি। এ সময় বিমানবন্দরের এক বেষ্টনীর গায়ে ধাক্কা খেয়ে রাস্তায় গিয়ে বিধ্বস্ত হয়। এতে সড়কে থাকা দুই নারী ও এক শিশু নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে চারজেই বিমানের। বাকি একজন পথচারী। পাইলট ও বাকি তিন আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে এ সময় ওই অঞ্চলের আবহওয়া ভালো ছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: বিবিসি