পুরনো জিনিসের দাম এত বেশি হয় কেন

হাওর বার্তা ডেস্কঃ এক সময়ে যা খুব সামান্য জিনিস, পরে দেখা গিয়েছে সেটা বহুমূল্যের শিল্প। কিন্তু পরে পুরনো জিনিসের দাম এত বেশি কেন হয়? ১৯৭০ সালে একটি সিরামিক প্লেট কিনেছিলেন আমেরিকার রোড আইল্যান্ডের এক বাসিন্দা। সাড়ে ছয় হাজার টাকার মতো ছিল এই প্লেটের দাম। কিন্তু পরে জানা যায় নকশাটি করেছিল পিকাসো। যার দাম পরে হয় প্রায় ৭৫ কোটি টাকা।

প্রায় ৩০ বছর আগে মহাকাশ থেকে খসে পড়েছিল ধূমকেতু বা উল্কার টুকরো মেটিওরাইট। দরজার পাশে রাখা ছিল এই পাথর। পরবর্তীতে এর দাম হয় প্রায় ৭৫ কোটি টাকা।

উনিশ শতকের মার্কিন শিল্পী মার্টিন জনসনের ম্যাগনোলিয়াস অন ভেলভেট গোল্ড নামের বিখ্যাত ছবি। যা রান্নাঘরের পাশে পড়েছিল দীর্ঘদিন। পরে দাম হয় প্রায় সাড়ে নয় কোটি টাকা।

পৃথিবীর অন্যতম বড় প্রাকৃতিক মুক্তা যা পেয়েছিলেন এক মৎস্যজীবী। ঘরের কোণেই রাখা হয়েছিল এটি। পরে এর দাম হয় প্রায় ৭৪২ কোটি টাকা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর