দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছর কারাদন্ড

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিং-বাককে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল শুক্রবার তার বিরুদ্ধে ওই রায় ঘোষণা করে আদালত।

২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন লী মিং-বাক। ৭৬ বছর বয়সী লী ২০০৮ সালে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে প্রেসিডেন্ট হন।

ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে  ক্ষমতায় থাকাবস্থায় তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। সিউল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ১৩ বিলিয়ন ওন (১১.৫ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে।

গত এপ্রিল মাসে লী মিং-বাকের বিরুদ্ধে  ঘুষ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ ১৬টি অভিযোগ আনা হয়।

সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর