ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা জিয়ার আপিলের শুনানি আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন কশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

মঙ্গলবার (২ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে করা খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি হবে।

আপিল আবেদনটি শুনানির জন্য মঙ্গলবার (২ অক্টোবর) হাইকোর্টের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি হতে পারে।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান জানান, ‘গত ১৩ আগস্ট খালেদা জিয়ার আপিলের ওপর ১৫তম দিনের শুনানি শেষে আদালত মামলাটির কার্যক্রম ২ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।

ইতিপূর্বে ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জুলাই, ৮ ও ১৩ আগস্টসহ মোট ১৫ দিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়।

মঙ্গলবার (২ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাশ চেয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলসহ মোট চারটি আবেদনের ওপর শুনানি হবে।

এ মামলার অন্য তিনটি আবেদন হল- খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা জিয়ার আপিলের শুনানি আজ

আপডেট টাইম : ০১:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন কশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

মঙ্গলবার (২ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে করা খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি হবে।

আপিল আবেদনটি শুনানির জন্য মঙ্গলবার (২ অক্টোবর) হাইকোর্টের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি হতে পারে।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান জানান, ‘গত ১৩ আগস্ট খালেদা জিয়ার আপিলের ওপর ১৫তম দিনের শুনানি শেষে আদালত মামলাটির কার্যক্রম ২ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।

ইতিপূর্বে ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জুলাই, ৮ ও ১৩ আগস্টসহ মোট ১৫ দিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়।

মঙ্গলবার (২ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাশ চেয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলসহ মোট চারটি আবেদনের ওপর শুনানি হবে।

এ মামলার অন্য তিনটি আবেদন হল- খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।