ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা। এই দুই ম্যাচকে সামনে রেখে ৩১ সদস্যের দল দিয়েছেন ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। আগামী ১১ অক্টোবর সৌদি আরবে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তার পাঁচ দিন পর ব্রাজিলের বিপক্ষে লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম বারের মত আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার হুয়ান ফইথ ও উইঙ্গার রদ্রিগো দে পল। দলে ফিরেছেন ২০১৫ সালে দেশের হয়ে খেলা রবের্তো পেরেইরা। বিশ্বকাপের পর সেচ্ছায় অবসরে যাওয়ায় দলে রাখা হয়নি অধিনায়ক লিওনেল মেসিকে।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: সের্হিও রোমেরো, হেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, রামিরো ফুনেস মোরি, হের্মান পেস্সেইয়া, ওয়াল্তার কান্নেমান, হুয়ান ফইথ, নিকোলাস তাগলিয়াফিকো, আলান ফ্রাঙ্কো, ফাব্রিসিও বুস্তোস, রেনসো সারাভিয়া।

মিডফিল্ডার: সান্তিয়াগো আসকাসিবার, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো ভাসকেস, রদ্রিগো দে পল, রবের্তো পেরেইরা, এদুয়ার্দো সালভিও, ফ্রাঙ্কো সেরভি, রদ্রিগো বাত্তাগলিয়া, মার্কোস আকুনা, মাক্সি মেসা, এক্সেকুয়েল, পালাসিওস,

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ান পাভোন, গনসালো মার্তিনেস, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, লাউতারো মার্তিনেস, আনহেল কোররেয়া, জিওভান্নি সিমেওনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট টাইম : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা। এই দুই ম্যাচকে সামনে রেখে ৩১ সদস্যের দল দিয়েছেন ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। আগামী ১১ অক্টোবর সৌদি আরবে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তার পাঁচ দিন পর ব্রাজিলের বিপক্ষে লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম বারের মত আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার হুয়ান ফইথ ও উইঙ্গার রদ্রিগো দে পল। দলে ফিরেছেন ২০১৫ সালে দেশের হয়ে খেলা রবের্তো পেরেইরা। বিশ্বকাপের পর সেচ্ছায় অবসরে যাওয়ায় দলে রাখা হয়নি অধিনায়ক লিওনেল মেসিকে।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: সের্হিও রোমেরো, হেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, রামিরো ফুনেস মোরি, হের্মান পেস্সেইয়া, ওয়াল্তার কান্নেমান, হুয়ান ফইথ, নিকোলাস তাগলিয়াফিকো, আলান ফ্রাঙ্কো, ফাব্রিসিও বুস্তোস, রেনসো সারাভিয়া।

মিডফিল্ডার: সান্তিয়াগো আসকাসিবার, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো ভাসকেস, রদ্রিগো দে পল, রবের্তো পেরেইরা, এদুয়ার্দো সালভিও, ফ্রাঙ্কো সেরভি, রদ্রিগো বাত্তাগলিয়া, মার্কোস আকুনা, মাক্সি মেসা, এক্সেকুয়েল, পালাসিওস,

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ান পাভোন, গনসালো মার্তিনেস, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, লাউতারো মার্তিনেস, আনহেল কোররেয়া, জিওভান্নি সিমেওনে।