হাওর বার্তা ডেস্কঃ তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। প্রথম ম্যাচে লেবাননকে ৭-০ গোলে হারানো ভিয়েতনামের পয়েন্টও ৯। দুই দলের গোল ব্যবধানও সমান। আগামী রোববার এফ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম।
আমিরাতের বিপক্ষে ম্যাচে সেরা একাদশে দুটি পরিবর্তন আনেন রব্বানী। মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়রের বদলের নিলুফা ইয়াসমিন নীলা ও রোজিনা আক্তারকে নামান তিনি।
ছুটির দিনে গ্যালারিতে অল্প কিছু দর্শক বসে আমিরাতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের খেলা দেখছিলেন। দর্শকদের হতাশ করেননি বাংলার মেয়েরা। প্রধমার্ধের শেষ বাঁশির আগেই প্রতিপক্ষের জালে গোল করে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ অবধি মাঠ ছাড়ে ৭-০ ব্যবধানের জয় নিয়ে।
এর মধ্যে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন আনুচিং মোগিনি। শামসুন্নাহার সিনিয়রও পেয়েছেন গোলের দেখা। ফরোয়ার্ডদের নৈপুণ্যে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে এভাবেই উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার আমিরাতকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গতবার বাছাইয়ে আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।
দলের জয়ে আনুচিং ৪টি, শামসুন্নাহার ও ইলামনি একটি করে গোল করেন। অপর গোলটি আত্মঘাতী।
বাছাইয়ে এ নিয়ে টানা তিন জয় পেল বাংলাদেশ। বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লেবাননকে ৮-০ হারায় দল। অন্যদিকে টানা তিন ম্যাচ হারল আমিরাত।