ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫
  • ৭৮০ বার

বহু নির্বাচনী প্রশ্নর

১। নিচের কোনটি মাধ্যম?

i. বৈদ্যুতিক তার

ii. কো-অপটিক্যাল

iii. অপটিক্যাল ফাইবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২। নতুন বিশ্বের সম্পদ হলো-

ক. উপাত্ত খ. তথ্য

গ. মোবাইল ঘ. কম্পিউটার

৩। নেটওয়ার্কে সাধারণত কয়টি কম্পিউটার থাকে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. অনেক

৪। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে কী বলে?

ক. ক্লায়েন্ট

খ. রিসোর্স

গ. নেটওয়ার্ক অ্যাডাপ্টর

ঘ. মিডিয়া

৫। ছোট আকারে বাস টপোলজি ব্যবহার করা-

i. খুব সহজ

ii. খুব কঠিন

iii. খুব বিশ্বস্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬। সার্ভারে রাখা ছবি সম্পাদনার সফটওয়্যার সেটকে কী বলে?

ক. মেমোরি খ. এনআইসি

গ. রিসোর্স ঘ. মিডিয়া

৭। যে ক্লায়েন্ট থেকে রিসোর্স ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক. এনআইসিএ খ. এনআইসি

গ. ইউজার ঘ. মেমোরি

৮। ‘রিং টপোলজি’ দেখতে কেমন?

ক. ডিম্বাকার খ. গোলাকার

গ. ত্রিভুজাকার ঘ. চতুর্ভুজাকার

৯। মডেম কিসে ব্যবহার হয়?

i. তার যুক্ত প্রযুক্তিতে

ii. তারবিহীন প্রযুক্তিতে

iii. ডিজিটাল প্রযুক্তিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। কিসের মাধ্যমে একটি যন্ত্র অন্য যন্ত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে?

ক. সুইচ খ. হাব

গ. রাউটার ঘ. মডেম

১১। মডেম কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১২। বাস টপোলজিতে সবচেয়ে কম লাগে-

ক. তথ্য খ. কেব্ল্

গ. ডাটা ঘ. ব্যাকবোন

১৩। নিচের কোন টপোলজিটি সহজ?

ক. বাস খ. রিং

গ. স্টার ঘ. মেশ

১৪। বাস টপোলজি সব কম্পিউটারকে জুড়ে দেয়-

i. একটি মূল লাইনের সঙ্গে

ii. একটি মূল ব্যাকবোনের সঙ্গে

iii. একটি মূল হাবের সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ii ও iii

গ. ii ও iii ঘ. i ও iii

১৫। শাখা-প্রশাখার মাধ্যমে কোন নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ?

ক. স্টার টপোলজি

খ. মেশ টপোলজি

গ. রিং টপোলজি

ঘ. ট্রি টপোলজি

১৬। কম্পিউটারের সঙ্গে কী থাকলে সেটা রিসোর্স হবে?

i. একটি প্রিন্টার লাগানো থাকে

ii. একটি মেমোরি লাগানো থাকে

iii. একটি ফ্যাক্স লাগানো থাকে নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ii ও iii

গ. ii ও iii ঘ. i ও iii

১৭। ল্যানকার্ড সংযুক্ত অবস্থায় থাকে-

i. কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে ii.ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গে

iii.আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সঙ্গে নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮। অপটিক্যাল ফাইবার কিসের তৈরি?

ক. সিলিকনের খ. তামার

গ. কাচের তন্তুর ঘ. প্লাস্টিকের

১৯। ‘যার কাছে যত তথ্য, সে তত সমৃদ্ধ।’ কিসের মাধ্যমে সমৃদ্ধ হওয়া সম্ভব?

ক. প্রযুক্তির

খ. নেটওয়ার্কের

গ. তথ্যের

ঘ. মোবাইলের

২০। কী ব্যবহারের মাধ্যমে অপারেটিং খরচ কমানো যায়?

ক. প্রযুক্তি

খ. রোবট

গ. নেটওয়ার্ক

ঘ. ক্লাউড

২১। রাউটার কী কাজ করে?

ক. নেটওয়ার্কের সমন্বয় করে

খ. ঠিকানা সংযুক্ত করে

গ. উপাত্তকে পথনির্দেশনা দেয়

ঘ. ডাটা প্যাকেট তৈরি করে

২২। একাধিক কম্পিউটারকে যুক্ত করার যন্ত্র-

ক. ওয়াই-ফাই খ. মডেম

গ. ডিএসএল ঘ. ল্যানকার্ড

২৩। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একসঙ্গে কতগুলো টেলিফোন কল পাঠানো সম্ভব?

ক. অর্ধশত

খ. শতাধিক

গ. কয়েক হাজার

ঘ. কয়েক লাখ

২৪। হাব নির্দিষ্ট ঠিকানায় কী পাঠাতে পারে না?

ক. তথ্য খ. ছবি

গ. ডাটা ঘ. ভিডিও

২৫। সমুদ্রের তলদেশ দিয়ে ব্যবহার করা অপটিক্যাল ফাইবারকে কী বলে?

ক. কেব্ল্

খ. সাবমেরিন কেব্ল্

গ. অপটিক্যাল কেব্ল্

ঘ. ফাইবার কেব্ল

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. খ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট টাইম : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫

বহু নির্বাচনী প্রশ্নর

১। নিচের কোনটি মাধ্যম?

i. বৈদ্যুতিক তার

ii. কো-অপটিক্যাল

iii. অপটিক্যাল ফাইবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২। নতুন বিশ্বের সম্পদ হলো-

ক. উপাত্ত খ. তথ্য

গ. মোবাইল ঘ. কম্পিউটার

৩। নেটওয়ার্কে সাধারণত কয়টি কম্পিউটার থাকে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. অনেক

৪। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে কী বলে?

ক. ক্লায়েন্ট

খ. রিসোর্স

গ. নেটওয়ার্ক অ্যাডাপ্টর

ঘ. মিডিয়া

৫। ছোট আকারে বাস টপোলজি ব্যবহার করা-

i. খুব সহজ

ii. খুব কঠিন

iii. খুব বিশ্বস্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬। সার্ভারে রাখা ছবি সম্পাদনার সফটওয়্যার সেটকে কী বলে?

ক. মেমোরি খ. এনআইসি

গ. রিসোর্স ঘ. মিডিয়া

৭। যে ক্লায়েন্ট থেকে রিসোর্স ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক. এনআইসিএ খ. এনআইসি

গ. ইউজার ঘ. মেমোরি

৮। ‘রিং টপোলজি’ দেখতে কেমন?

ক. ডিম্বাকার খ. গোলাকার

গ. ত্রিভুজাকার ঘ. চতুর্ভুজাকার

৯। মডেম কিসে ব্যবহার হয়?

i. তার যুক্ত প্রযুক্তিতে

ii. তারবিহীন প্রযুক্তিতে

iii. ডিজিটাল প্রযুক্তিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। কিসের মাধ্যমে একটি যন্ত্র অন্য যন্ত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে?

ক. সুইচ খ. হাব

গ. রাউটার ঘ. মডেম

১১। মডেম কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১২। বাস টপোলজিতে সবচেয়ে কম লাগে-

ক. তথ্য খ. কেব্ল্

গ. ডাটা ঘ. ব্যাকবোন

১৩। নিচের কোন টপোলজিটি সহজ?

ক. বাস খ. রিং

গ. স্টার ঘ. মেশ

১৪। বাস টপোলজি সব কম্পিউটারকে জুড়ে দেয়-

i. একটি মূল লাইনের সঙ্গে

ii. একটি মূল ব্যাকবোনের সঙ্গে

iii. একটি মূল হাবের সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ii ও iii

গ. ii ও iii ঘ. i ও iii

১৫। শাখা-প্রশাখার মাধ্যমে কোন নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ?

ক. স্টার টপোলজি

খ. মেশ টপোলজি

গ. রিং টপোলজি

ঘ. ট্রি টপোলজি

১৬। কম্পিউটারের সঙ্গে কী থাকলে সেটা রিসোর্স হবে?

i. একটি প্রিন্টার লাগানো থাকে

ii. একটি মেমোরি লাগানো থাকে

iii. একটি ফ্যাক্স লাগানো থাকে নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ii ও iii

গ. ii ও iii ঘ. i ও iii

১৭। ল্যানকার্ড সংযুক্ত অবস্থায় থাকে-

i. কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে ii.ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গে

iii.আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সঙ্গে নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮। অপটিক্যাল ফাইবার কিসের তৈরি?

ক. সিলিকনের খ. তামার

গ. কাচের তন্তুর ঘ. প্লাস্টিকের

১৯। ‘যার কাছে যত তথ্য, সে তত সমৃদ্ধ।’ কিসের মাধ্যমে সমৃদ্ধ হওয়া সম্ভব?

ক. প্রযুক্তির

খ. নেটওয়ার্কের

গ. তথ্যের

ঘ. মোবাইলের

২০। কী ব্যবহারের মাধ্যমে অপারেটিং খরচ কমানো যায়?

ক. প্রযুক্তি

খ. রোবট

গ. নেটওয়ার্ক

ঘ. ক্লাউড

২১। রাউটার কী কাজ করে?

ক. নেটওয়ার্কের সমন্বয় করে

খ. ঠিকানা সংযুক্ত করে

গ. উপাত্তকে পথনির্দেশনা দেয়

ঘ. ডাটা প্যাকেট তৈরি করে

২২। একাধিক কম্পিউটারকে যুক্ত করার যন্ত্র-

ক. ওয়াই-ফাই খ. মডেম

গ. ডিএসএল ঘ. ল্যানকার্ড

২৩। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একসঙ্গে কতগুলো টেলিফোন কল পাঠানো সম্ভব?

ক. অর্ধশত

খ. শতাধিক

গ. কয়েক হাজার

ঘ. কয়েক লাখ

২৪। হাব নির্দিষ্ট ঠিকানায় কী পাঠাতে পারে না?

ক. তথ্য খ. ছবি

গ. ডাটা ঘ. ভিডিও

২৫। সমুদ্রের তলদেশ দিয়ে ব্যবহার করা অপটিক্যাল ফাইবারকে কী বলে?

ক. কেব্ল্

খ. সাবমেরিন কেব্ল্

গ. অপটিক্যাল কেব্ল্

ঘ. ফাইবার কেব্ল

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. খ