হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের খেলা। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে তাড়াইল উপজেলাকে টাইব্রেকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সদর এবং তাড়াইল উপজেলার দর্শকদের উপচে পরা ভীড়। দু’দলের সমর্থকদের উত্তেজনায় খেলোয়াড়দের লড়াইও চলে সমান তালে। পুরো ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে দু’দলই। নির্ধারিত সময়ে গোল না হলো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের খড়া। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকে। গোল লাইনে অতন্ত্র প্রহরী হয়ে দাড়ায় কিরোগঞ্জ সদর উপজেলার গোলরক্ষক শাহাদাত।
একে একে রুখে দিতে থাকেন তাড়াইল উপজেলার পেনাল্টি শট। মাঝে দলকে জয়ের বন্দরে পৌছে দিতে সদর উপজেলার হয়ে গোল করেন শাকিল এবং সোহাগ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে উল্লাসে মেতে উঠেন কিশোরগঞ্জ সদরের খেলোয়াড় এবং সমর্থকরা। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার গোলরক্ষক শাহাদাত।
এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছে নিকলী উপজেলার ওসমান। একটি ম্যাচে হ্যাটট্রিক সহ ৩ গোল করেছেন তিনি। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামীল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি কামরুল ইসলাম শাহজাহান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, বিসিবি পরিচালক আশফাকুল ইসলাম টিটুসহ টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আল আমিন সবুজ।