ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এখন মায়ের পেটেও শিশুরা নিরাপদ নয় : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫
  • ৩৪০ বার

বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে এখন মায়ের পেটেও শিশুরা নিরাপদ নয় বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এ কথা বলেন।

প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি সুন্দরগঞ্জের এমপি লিটনের মাতাল অবস্থায় শিশু সৌরভকে গুলি করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শুধু দেশের মানুষই নয় আজ বিদেশিরাও দেশে নিরাপদ নয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি গার্মেন্ট ব্যবসায়ীরাও দেশে আসতে ভয় পাচ্ছে। দেশে চলছে সুশাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।

এরশাদ বলেন, দেশের পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এমনকি রাজপথেও নেমেছিলাম। কিন্তু সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি। সাংবিধানিক দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। দলীয় ছত্রছায়ার কারণে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। এরশাদ বলেন, মানুষের আজ জান মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি বিদেশিদের জান মালেরও কোনো নিরাপত্তা নেই। সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এখন মায়ের পেটেও শিশুরা নিরাপদ নয় : এরশাদ

আপডেট টাইম : ১০:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫

বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে এখন মায়ের পেটেও শিশুরা নিরাপদ নয় বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এ কথা বলেন।

প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি সুন্দরগঞ্জের এমপি লিটনের মাতাল অবস্থায় শিশু সৌরভকে গুলি করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শুধু দেশের মানুষই নয় আজ বিদেশিরাও দেশে নিরাপদ নয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি গার্মেন্ট ব্যবসায়ীরাও দেশে আসতে ভয় পাচ্ছে। দেশে চলছে সুশাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।

এরশাদ বলেন, দেশের পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এমনকি রাজপথেও নেমেছিলাম। কিন্তু সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি। সাংবিধানিক দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। দলীয় ছত্রছায়ার কারণে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। এরশাদ বলেন, মানুষের আজ জান মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি বিদেশিদের জান মালেরও কোনো নিরাপত্তা নেই। সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।