হাওর বার্তা ডেস্কঃ কলম্বিয়ার রক্ষণ ভাগে কয়েক বার হানা দিয়েও পারল না আর্জেন্টিনা। এর ফলে গোলশূন্য ড্র করেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বুধবার ভোরে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই গনসালো মার্তিনেস, ইকার্দি ও মাক্সিমিলিয়ানো মেসায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগকে চেপে ধরে কলম্বিয়া। এর ফলে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা।
প্রথমার্ধের ২৪ মিনিটে লক্ষ্যে তিনটি শট নেয় আর্জেন্টিনা। কিন্তু একটি শটও গোলরক্ষককে পরাস্ত করে ভিতরে ঢুকতে পারেনি।
এরপরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে দিবালা মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডার জিওভানি লো সেলসোর জায়গায় মাঠে আসেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্তিয়ান পাভোন। তার ক্রসে ৭২তম মিনিটে বলে মাথা ছোঁয়াতে পারেননি ইকার্দি। এর ফলে সেই সুযোগও হাতছাড়া হয়।
খেলা শেষ হওয়ার আগে ৮১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসলে তা কাজে লাগাতে পারেনি আর্জন্টিনা। কারণ তাগলিয়াফিকোর ক্রসের নাগাল পাননি ফরোয়ার্ড ইকার্দি। অবশিষ্ট সময়ে উভয় দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এর ফলে গোলশূন্য ড্র দিয়েই শেষ হয় ম্যাচটি।