বিশ্বকাপের পর প্রথমবারের মত ৮ সেপ্টেম্বর মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নিউজার্সিতে অনুশীলন করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে এ দু’দল।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ব্রাজিল।

যুক্তরাষ্টের বিপক্ষে ম্যাচের আগে তাই মেজর সকার লিগের দল নিউইয়ার্ক রেড বুলসের হোম ভেন্যুতে ঘাম ঝরান তিতে শীষ্যরা। আসন্ন কোপা আমেরিকা আর পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে দলে ব্যাপক রদবদল এসেছে।

সেলেসাওদের বিশ্বকাপের ২৩ সদস্যের দলের ১২ জন-ই নেই প্রীতি ম্যাচের দলে। তবে রাখা হয়েছে দলের প্রাণভোমরা নেইমার, ফিলিপে কৌতিনহো আর থিয়েগো সিলভাকে। এ ম্যাচের ৪ দিন পর ১২ সেপ্টেম্বর এল সালভাদোরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এদিকে বিশ্বকাপের পর গুয়াতেমালার বিপক্ষে ৮ সেপ্টেম্বরই ম্যাচ দিয়ে আবারও ব্যস্ততা শুরু হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তারা।

লিওনেল মেসির অনুপস্থিতিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্ক্যালোনি দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন। ২০১৯ সালের কোপা আমেরিকা মাথায় নিয়ে পরিকল্পনা করছে আর্জেন্টিনা।

গত জুনে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলের হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আকাশিনীলরা গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছে আন্তর্জাতিক অঙ্গণে। ১২ সেপ্টেম্বর আরেক প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

তবে অনুশীলনে না থাকলেও ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে মাওরো ইকার্দি-মার্টিনেজরা ইনজুরির কারণে থাকছেন না গুয়াতেমালার বিপক্ষে ম্যাচে। তবে নিউজার্সিতে কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে এ দু জনের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর