সর্বস্তরের পেশার নারীর সমন্বয়ে শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে মহিলা পরিষদ সাভার শাখার সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ‘সংগঠনের শক্তি সংহত করি : লক্ষ্য অর্জনে বহুমূখী সৃজনশীলতা নিশ্চিত করি’- এই শ্লোগানকে সামনে রেখে মহিলা পরিষদ সাভার শাখা আজ শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা: এনামুর রহমান।
বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার সভাপতি পারভীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সকল পর্যায়ে নারীর মতামত প্রতিফলিত হতে হবে। একই সাথে নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ার প্রচেষ্টাকেও আরো জোরালো করতে হবে। পরিবারে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও শিশু পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক শাহানা জাহান সিদ্দিকা, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক প্রমূখ। আনুষ্ঠানের শুরুতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ শিরোনাম
পরিবারে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
- ৩১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ