হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ শেষ—আবার শুরু ক্লাব ফুটবলের লড়াই। এরই মধ্যে মাঠে গড়িয়েছে নতুন মৌসুম। রোববার লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর পিএসজি’র জার্সি গায়ে মাঠে নামলেন দলটির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। নিজেদের প্রথম ম্যাচে কায়েন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল পেয়েছেন নেইমার, আদিওঁ রাবিও ও টিমোথি উইয়াহ। ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিপক্ষে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। তারপর ওই মৌসুমে আর পিএসজি’র হয়ে খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই লিগ ওয়ানের শিরোপা জিতেছিল এদিনসন কাভানি-কিলিয়ান এমবাপেরা। তবে নতুন মৌসুমে প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পেলেন বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার।
এদিন ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটে ভুল করে বসেন কায়েন এফসির গোলকিপার। সতীর্থর দিকে তার বাড়ানো বল পেয়ে যান পিএসজি’র মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুকু। বল পেয়ে তিনি বাড়িয়ে দেন নেইমারের দিকে। আর বল নিয়ন্ত্রণে নিয়ে মৌসুমে নিজের প্রথম গোল করতে মোটেও দেরি করেননি নেইমার।
পিএসজি তাদের দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৩৫ মিনিটে। আনহেল দি মারিয়ার দারুণ কৌশলে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাবিও। আর ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন উইয়াহ।