হাওর বার্তা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় আসরে চ্যাম্পিয়নদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। নবাগত পাকিস্তানের মেয়েদের উড়িয়ে দিয়েছে ১৪-০ গোলের ব্যবধানে। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। নেপাল অবশ্য রোববার পাকিস্তানের মেয়েদের হারিয়েছে। তাতে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তবে প্রতিপক্ষ যে-ই হোক, জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না গোলাম রাব্বানী ছোটন ও তার শিষ্যরা।
নেপালের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে গতকালও কঠোর অনুশীলন করেছে মারিয়া-আখিঁরা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন ও টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে দেড় ঘণ্টা অনুশীলন করেছে। রোববার বাংলাদেশ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাগণ নেপাল ও পাকিস্তানের ম্যাচ দেখেছে। সেখান থেকে তারা নেপালের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে ধারনা পেয়েছে। ওই ম্যাচ দেখে মারিয়া মান্ডা-শামসুন্নাহাররা নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়েছে। দলের সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ফিট আছে।
বাংলাদেশ দল: মাহমুদা আখতার, রুপনা চাকমা, রুপা আক্তার, আঁখি খাতুন, আনাই মোগিনি, নাজমা, নিলুফা ইয়াসমিন নীলা, ইলামনি, শাহেদা আক্তার রিপা, আনুচিং মোগিনি, রেহানা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, লাবনী আক্তার, তহুরা খাতুন, মুন্নী আক্তার, শামসুন্নাহার, সোহাগী কিসকু, ঋতুপর্ণা, সাজেদা, শামসুন্নাহার জুনিয়র, রোজিনা ও নওসুন।