৩ বছরের মধ্যে ৮০ ভাগ গ্রামে বিদ্যুৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে দেশের ৮০ ভাগ গ্রামে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে।’

এ ছাড়া শিল্পের উন্নয়নে নাটোরের ভারী ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

নাটোর সার্কিট হাউসে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য আবুল কালাম ও জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর