হাওর বার্তা ডেস্কঃ এখন রোদ বৃষ্টির খেলায় শরীরে বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এই সময়ে নিম ব্যবহারের ফলে শরীরে রোগ কমার সম্ভাবনা থাকে।
এই মৌসুমে আমাদের শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে। আর এগুলো রক্তের সাথে মিশে যায়। নিমপাতা রক্ত শোধনে অত্যন্ত উপকারী। নিম শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে।
হঠাৎ গরম আবার এই বর্ষায় মাঝে পেটে বিভিন্ন সংক্রমণ দেখা যায়। নিম সেক্ষেত্রে পাচনতন্ত্রকে সুস্থ রাখে।
বর্ষায় দাঁতের শিরশিরানি অনেকের বেড়ে যায়। এমন অবস্থায় নিম টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে অনেক উপকার পাওয়া যায়।
ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে নিম খুব উপকারী। বর্ষায় শরীরের ব্রণ সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। নিম ব্যবহারে ব্রণর সমস্যা দূর হয়।
বর্ষার সময়ে ত্বক তৈলাক্ত হয়ে ওঠে। নিম পাতা ত্বকে দিলে এই সমস্যা মিটে যায়।
বর্ষার সময় খুশকি একটি বড় সমস্যা। নিমের অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান চুলের খুশকি সমস্যা দূর করে।