হাওর বার্তা ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আগামীকাল দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ পর বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারে আশাবাদী হওয়ার সংখ্যা ছিলো খুবই কম। এর সাথে যুক্ত হয় উইন্ডিজ সফরের প্রথম অ্যাসাইনমেন্ট তথা টেস্ট সিরিজে হতাশাময় পারফরম্যান্সের পর পুরো সফরেই ভরাডুবির সম্ভাবনা প্রকট হয় আরো বেশি। এরপরই শুরু বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর।
গত সোমবার বাংলাদেশ সময় সকালে ম্যাচ শেষ করার পরদিন অর্থ্যাৎ এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে চেপে বসেছে দল। প্রায় দুই দিনের লম্বা সফর শেষ করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮.৪০ মিনিটে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দল। তবে দলের সাথে ফেরেননি ‘পঞ্চপান্ডব’ এর কেউই।
মাশরাফি ওয়ানডে সিরিজ শেষ করে পরিবারসমেত গিয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানেই আরো বেশ কয়েকদিন থেকে মাসের মাঝামাঝিতে তিনি দেশে ফিরবেন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান পুরো সিরিজ খেলেছেন পরিবারকে সাথে নিয়ে ফ্লোরিডায়। সিরিজ শেষে তিনি ফিরেছেন নিজের শ্বশুরবাড়িতে।