অষ্টগ্রামে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন

হাওর বার্তা ডেস্কঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (০৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শতভাগ বিদ্যুতায়িত অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নের ৮০টি গ্রামে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২৯৯.৯৬ কিলোমিটার লাইনে মোট ১৯ হাজার ২২৭টি সংযোগ দিয়েছে।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক হাওরবাসীকে বিদ্যুতের সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এমপি তৌফিক আরো বলেন, ১৯৭০ সাল থেকে হাওরের মানুষ নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং আগামীতেও নৌকা মার্কাকে জয়যুক্ত করবে এ বিষয়ে হাওরের মানুষ অঙ্গীকারবদ্ধ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, নারী নেত্রী সৈয়দা নাসিমা রীতা, বাংলাদেশ মৎসজীবী সমিতির সভাপতি মাসুক নাজিম, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেবসহ উপজেলা আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে মৎস্যজীবী রামচরন দাস অষ্টগ্রাম উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যুতের ফলে এখন হাওরের জেলেরা মাছ সংরক্ষণ করতে পারছেন। এতে করে মাছের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত হচ্ছে। আগে কুপিবাতি দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া করতে হতো। এখন বিদ্যুতের আলোয় তারা লেখাপড়া করতে পারায়, লেখাপড়ায়ও ভাল করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর