ফ্রান্সের দক্ষিণ কান শহর এখন বিশ্বের বাঘা সব চলচ্চিত্র তারকার পদচারণে মুখর। সেখানে এখন চলছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান। ১৩ই মে এখানে পর্দা উন্মোচন হয়েছে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের। এরই মধ্যে উৎসবের লালগালিচায় হেঁটেছেন বিশ্বখ্যাত সব তারকা, বিভিন্ন আয়োজনের ভেতর দিয়ে প্রদর্শিত হয়েছে বিশ্বের নামকরা নির্মাতাদের ছবি। কান উৎসবে বরাবরই এমনই আবহ থাকে পুরো উৎসবের দিনগুলোজুড়ে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে গতকাল প্রথমবারের মতো দেখানো হয় ভারতীয় নির্মাতা সঞ্জয় গুপ্তার ছবি ‘জজবা’। এতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই, শাবানা আজমি, অনুপম খের ও ইরফান খান। ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৯ই অক্টোবর। আজ উৎসবের লালগালিচায় হাঁটার কথা রয়েছে এ ছবির নায়িকা ঐশ্বর্যর। কান উৎসবের চতুর্থ দিনের ছবির তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে গাস ফন স্যান্টের ‘দ্য সি অব ট্রিস’ ছবির দিকে নজর ছিল বেশি। এতে অভিনয় করেছেন হলিউড তারকা ম্যাথু ম্যাকোনাহে ও নামিও ওয়াটস। এ ছাড়া ন্যানি মোরেত্তির ‘মিয়া মাদ্রে’, ‘আনসার্টেন রিগার্ডে’, ইরানের ইদা পানাহানদেহ পরিচালিত ‘নাহিদ’ আর প্রয়াত বৃটিশ গায়িকা এমি ওয়াইনহাউসকে নিয়ে নির্মিত ‘অ্যামি’ ছবিগুলো দিনভর আলোচনায় ছিল। তা ছাড়া তারকাদের লালগালিচায় হাঁটা তো ছিলই। তবে সবাই কান পেতে আছেন ২৪শে মে’র জন্য! সেদিনই জানা যাবে স্বর্ণপাম জয়ী ছবির নাম।
সংবাদ শিরোনাম
কান উৎসবের চতুর্থ দিনও ছিল তারকাময়
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫
- ৬১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ