হাওর বার্তা ডেস্কঃ নবজাতকের জন্ডিস হলে, অনেক সময় তাকে সূর্যের আলোতে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সূর্যের আলোতে কি জন্ডিস কমে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৫৮তম পর্বে কথা বলেছেন ডা. নাজমুন নাহার। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের নবজাতক বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সূর্যের আলোতে নিয়ে গেলে কি জন্ডিস কমে?
উত্তর : এক সময় বলা হতো সূর্যের আলোতে নিয়ে গেলে জন্ডিস কমে যায়। হ্যাঁ, আলোতে নিয়ে গেলে জন্ডিস কমে যায়। তবে এখন দেখা গেছে, সূর্যের আলোতে জন্ডিস যতটুকু কমে, তার চেয়ে ক্ষতি করে দিয়ে যায় অনেক। এই জন্য এখন বলা হয়, সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। যদি এ রকম হয়, বাসায় গ্লাসের মধ্য দিয়ে রোদ ঢুকছে, সেখানে রাখা যাবে। তবে সেই আলোতে যে জন্ডিস কমে, তার চেয়ে বেশি জন্ডিস কমে বুকের দুধ পানে।