হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপের হতাশাজনক পারফরমেন্সের পর প্রথমবারের মতো বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ শেষে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন অধিনায়ক প্রায় চার সপ্তাহের ছুটি কাটান।
মেসির সাথে যোগ দিয়েছেন তিন স্প্যানিশ ফুটবলার- জেরার্ড পিকে, জর্ডি অ্যালবা ও সার্জিও বুসকেটস। মঙ্গলবার জোয়ান গ্রাম্পার ট্রেনিং কমপ্লেক্সে মেডিক্যাল টেস্ট শেষে তারা হালকা অনুশীলনে অংশ নেন।
এই সপ্তাহেই এই চার ফুটবলার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবেন। সেখানে বার্সেলোনা বর্তমানে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে ব্যস্ত। তবে, এই চার সদস্য নিজেদেরকে মূলত আগামী ১২ আগস্টের জন্য প্রস্তুত করে নিচ্ছেন। সেদিন স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে দারুণভাবে ব্যর্থ হওয়া দলগুলোর অন্যতম হচ্ছে আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে তারা ৪-৩ গোলে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। টুর্নামেন্টের শুরু থেকেই ধুঁকতে থাকা দলটি নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কোনোরকমে জয় নিয়ে নকআউট পর্বে পৌঁছায়।
ম্যাচের শেষ সময়ে রোহোর ভলির গোলটি সুপার ঈগলদের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দেয় আর্জেন্টিনাকে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে এখনো পর্যন্ত গোলহীনই থাকলো মেসি। শুধুমাত্র নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছেন মেসি। রাশিয়া বিশ্বকাপে সেটিই মেসির একমাত্র গোল।
বিশ্বকাপের ওই পারফর্মেন্সের হতাশা কাটিয়ে বার্সেলোনায় ফিরেছে ৩১ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার। তার অনুপ্রেরণায় কাতালানীয় ক্লাবটি ২০১৭-১৮ মৌসুমে কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনে প্রথম ঘরোয়া দ্বিমুকুট জয় করেছে।
এবারের ব্যক্তিগত চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিরোধ ছাড়াই ২০১৮-১৯ মৌসুমে লা লিগায় নামতে যাচ্ছেন মেসি। আগামী ১৮ আগস্ট লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অ্যালাভেসের মোকাবিলা করবে।
এদিকে, রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক চুকিয়ে যোগ দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। ১১২ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া পর্তুগিজ তারকা রোনালদোও আজ নতুন ক্লাবে তার অনুশীলন শুরু করেছেন। ধারণা করা হচ্ছে আগামী ১৮ আগস্ট শিয়েভোর বিপক্ষে সিরি এ মৌসুম শুরু করার ম্যাচে জুভেন্টাসের হয়ে অভিষেক হবে রোনালদোর।
এর আগে, আগামী শনিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোনালদোর সাবেক ক্লাব মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস। এর আগে বৃহস্পতিবার এমএলএস অল-স্টারের দলের মোকাবিলা করবে। তবে এই ম্যাচগুলোতে রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে।