বলিউডের ছবিতে নাম লিখিয়েছেন এক দশকেরও বেশি সময় হলো। তবে শুরুর দিকে খুব বেশি নাম-ডাক ছড়াতে পারেননি অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অবশ্য অভিনয়গুণে দর্শক নজরে না এলেও আইটেমকন্যা হিসেবে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি চিত্রাঙ্গদার নৈপুণ্য অন্তত সেটাই প্রমাণ করে। কিছুদিন আগেই মুক্তি পায় ‘গাববার ইজ ব্যাক’ নামের একটি বলিউড ছবি। অক্ষয় কুমার অভিনীত এ ছবিতে চিত্রাঙ্গদাকে ‘আও রাজা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। আবেদনময়ী লুকের কারণে তার পারফরম্যান্স দর্শককে তাক লাগিয়ে দেয়। তবে এখানেই থেমে নেই চিত্রাঙ্গদা। সম্প্রতি আগের চেয়েও বেশি রগরগে হয়ে উঠেছেন বলিউডের এ অভিনেত্রী। শোনা যাচ্ছে, আইটেম গানে পারফর্ম করার জন্যই এ মুহূর্তে চিত্রাঙ্গদা সব নির্মাতার চোখে উপযুক্ত হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, বলিউডের একাধিক নির্মাতা এখন তাকে আইটেম গানে পারফর্ম করানোর জন্য শিডিউল দিয়ে রেখেছেন। তা ছাড়া চিত্রাঙ্গদার সেক্সি লুক চোখ এড়াতে পারেনি বিজ্ঞাপন নির্মাতাদেরও। জানা গেছে, বেশ কয়েকটি টিভিসির প্রস্তাব এখন তার হাতে রয়েছে। তবে এ মুহূর্তে বিজ্ঞাপনের দিকে খুব বেশি আগ্রহ নেই চিত্রাঙ্গদার। সম্প্রতি প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। তাই ক্যারিয়ারে নতুন এ পথটাকে উজ্জ্বল করার কথাই নাকি বেশি ভাবছেন চিত্রাঙ্গদা।
সংবাদ শিরোনাম
আগের চেয়েও বেশি রগরগে চিত্রাঙ্গদা
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫
- ৪৩০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ