হাওর বার্তা ডেস্কঃ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষা মিশনগামী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হাইতিগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংকালে এ আহ্বান জানান।
আইজিপি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব অক্ষুন্ন রাখার জন্য পুলিশ সদস্যদেরকে দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান থাকতে হবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াস অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থাতেই দেশের মর্যাদা হানি করে এমন কাজ করা যাবে না।
তিনি বলেন, জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মিশন এলাকার জনগণের সামাজিক মূল্যবোধ, জীবনাচার এবং সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি সম্মান জানাতে হবে।
আইজিপি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন এনডিসি, ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেবেন। এ কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে থাকবেন পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ।
১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়। বাংলাদেশ পুলিশ গত প্রায় ৩০ বছর ধরে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করছে। বাংলাদেশ পুলিশের ১৮ হাজার ১০২ জন সদস্য ইতোমধ্যে শান্তিরক্ষা মিশন শেষ করেছেন। মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ২০ জন নির্ভীক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।