হাওর বার্তা ডেস্কঃ ২০১০ বিশ্বকাপের ভবিষ্যতবানীদাতা পল অক্টোপাসকে মনে রাখার কথা যে কাউর। নির্ভুলভাবেই সেই আসরের বেশ সবকয়েকটি ম্যাচে্র প্রেডিকশন দেয় প্রানীটি। এবারের বিশ্বকাপের প্রেডিকশন বিড়াল দিলেও ভুল প্রেডিকশনের জন্য আলোচিত হয় সেটি। কিন্তু শেষ পর্যন্ত উট শাহীণের দিকেই মনো্যোগ সবার। কোয়ার্টার ফাইনালের ৮টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচেরই সঠিক প্রেডিকশন দেয় উটটি। সেমির দুইটি ম্যাচেও ছিলো সঠিক।
এবার উট ‘শাহীন’ ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। তাহলে কি ২০০৬ সালের মত এবারও ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিবে ফ্রান্স? ২০১৬ ইউরোর মতো আবার ফাইনালে পচা শামুকে পা কাটবে ফ্রান্স? প্রশ্নটা ফাইনালের জন্যই তোলা থাকলো।