হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের শেষ আটের খেলা শেষ। আজ মঙ্গলবার (১০ জুলাই) থেকে শুরু হচ্ছে সেমি-ফাইনাল খেলা। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।
সেমি-ফাইনালে ওঠা দলগুলো হলো- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সুয়ারেজের উরুগুয়ে, নেইমারের ব্রাজিল। বিদায় নিয়েছে আয়োজক দেশ রাশিয়াও। ২০ বছর বাদে সেমি-ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ১৯৮৬ সালের পর আবার সেমি-ফাইনালে উঠেছে বেলজিয়াম। ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে।
বিশ্বকাপে আজ শনিবার (১০ জুলাই) শেষ চারের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে বেলজিয়াম-ফ্রান্স।
ফিফা বিশ্বকাপ-২০১৮: সেমি-ফাইনালের সূচি
ফ্রান্স বনাম বেলজিয়াম
১০ জুলাই, মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ১২টা। ভেন্যু: সেন্ট পিটার্সবার্গ।
সরাসরি দেখাবে যে টেলিভিশন চ্যানেল: বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, সনি টেন ২ ও ৩।