হাওর বার্তা ডেস্কঃ স্বাগতিক রাশিয়াকে হারিয়ে চলতি ফিফা বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। শনিবার রাতে নির্ধারিত সময়ে খেলা ১-১ ব্যবধানে সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে দু’দল আরও একটি করে গোল করে। তাতে সেই সমতা থেকেই যায়।
যে কারণে খেলার ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেই টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। অপরদিকে রাশিয়াও বিশ্বকাপে মাত্র একবার সেমিফাইনালে খেলেছে। ১৯৬৬ সালের পর নিজেদের রেকর্ড আর ছোঁয়া হলো না দলটির।
কোয়ার্টার ফাইনাল পর্বে শনিবার অপর ম্যাচে সুইডেনকে হারিয়েছে ইংল্যান্ড। তাই এখন ক্রোয়েশিয়াকে সেই সেমিতে সেই ইংলিশদের মোকাবেলা করতে হবে।
এর আগে শুক্রবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার একটিতে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হারে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অপরটিতে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় বেলজিয়াম। এর মাধ্যমে বিশ্বকাপে ল্যাটিন প্রতিনিধিত্বও শেষ হয়। তাই সেমিফাইনাল পর্ব হতে যাচ্ছে অল ইউরোপ।