হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল। বুধবার থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাদা পোশাকে খেলার পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।
গত বছরের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর নতুন প্রধান কোচ স্টিভ রোডেসের অধীনে মাঠে নামবে তামিম-মুশফিকরা।
সাকিব আল হাসানের নেতৃত্বে অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষ হবে আগামী ৮ জুলাই। এরপর ১২ থেকে ১৬ জুলাই জ্যামাইকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুটি ম্যাচ হবে অ্যান্টিগায়। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সেন্ট কিটসে।
একই ভেন্যুতে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট (অ্যান্টিগা)
৪-৮ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টা
দ্বিতীয় টেস্ট (জ্যামাইকা)
১২-১৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ৯টা
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে (গায়ানা)
২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি (সেন্ট কিটস)
৩১ জুলাই, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা
দ্বিতীয় টি-টোয়েন্টি (আমেরিকা, ফ্লোরিডা)
৪ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৬টা
তৃতীয় টি-টোয়েন্টি (আমেরিকা, ফ্লোরিডা)
৫ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৬টা