হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর (বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল) অপর্ণা শুভ্রামণি আজ সোমবার ঢাকার ধামরাইয়ে সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এবং পিকেএসএফ এর যৌথ উদ্যোগে প্রণীত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
তিনি যাত্রাবাড়িতে সাহা মেটাল হ্যান্ডিক্রাফ্ট, বাসনায় ভার্মিকম্পোস্ট বা জৈব সার, বিষমুক্ত সবজি চাষ, মৎস্য চাষ, পুকুর পাড়ে সবজি চাষ, সূতিপাড়ায় বিলাসবক্স ল্যাট্রিনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বাসনায় প্রকল্প এলাকায় শতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তার সঙ্গে তিনি মতবিনিময় করেন। প্রকল্প পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের কর্মের ভূয়সী প্রসংশা করেন এবং তাদের উন্নয়ন ও অগ্রগতি দেখে তিনি মুগ্ধ হন। এ সব উদ্যোক্তাদের সফলতার বার্তা তিনি বিশ্বব্যাংকে পৌঁছে দিবেন বলে জানান।
পিকেএসএফ এর জিএম আকন্দ রফিকুল ইসলাম, ডিজিএম এম এ মতিন, এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, ইআরডি কর্মকর্তা মাহফুজুর রহমান, এডি (কার্য) মো. কামরুজ্জামান, এডি নাজনীন হক, পিও আশরাফ হোসেন, আরএম মো. আবু বকর হাজারী, বিএম আ. করিম প্রমুখ উপস্থিত ছিলেন।