গত বিশ বছরে ভারতে অ্যালকোহল বাবদ ব্যয় বেড়েছে ৫৫ শতাংশ। শুধু তাই নয় দেশটি বর্তমানে বিশ্বে অ্যালকোহল ব্যবহারীরদের তালিকায় তৃতীয় অবস্থানে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, দেশটিতে বর্তমানে পুরুষের পাশাপাশি অ্যালকোহল পানে নারীদের উপস্থিতিও বাড়ছে চোখে পড়ার মতো। সম্প্রতি সারা বিশ্বে অ্যালকোহলের ব্যবহার সংক্রান্ত এক জরিপে এ তথ্য জানা গেছে।
প্যারিস ভিত্তিক সংস্থা ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্টের(ওইসিডি) এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ওইসিডি ৩৪টি সদস্য রাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে অ্যালকোহলের ব্যবহারে অর্থনৈতিক অবক্ষয় ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।
১৯৯২ থেকে ২০১২ সাল পর্যন্ত এই ২০ বছরে অ্যালকোহল ব্যবহারে বিশ্বে রাশিয়া এবং ইস্তোনিয়ার পরেই ভারতের অবস্থান। ভারতের পরেই এ তালিকায় রয়েছে চীন, ইসরাইল ও ব্রাজিল।
প্যারিস ভিত্তিক এ সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানায়, তরুণ এবং নারীদের মধ্যে অ্যালকোহল পানের প্রবণতা উদ্বেগজনকহারে বাড়ছে। এমনকি অ্যালকোহল পানের প্রবণতা অপ্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে অ্যালকোহল পানের প্রবণতা ৩০ শতাংশ থেকে বেড়ে ৪৪ শতাংশে পৌঁচেছে।
গত ১০ বছরে ভারতে নারী-পুরুষ একসঙ্গে অ্যালকোহল পান করতে গিয়ে ধরা পড়েছে, এমন ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়।