সালাহ উদ্দিন আহমেদের আতঙ্ক আর উৎকণ্ঠা কাটছে না। শিলং সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন এই বিএনপি নেতা এখনও হঠাৎ হঠাৎ আঁতকে উঠছেন। স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। বিএনপি নেতা আবদুল লতিফ জনি আজ সকালে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বারবার জানতে চেয়েছেন, হাসিনা আহমেদ কখন আসবেন।
হাসপাতাল থেকে বেরিয়ে জনি এ কথা জানান। তিনি আরও বলেছেন, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার কিডনির সমস্যা প্রকট হচ্ছে। হার্টেরও সমস্যা রয়েছে। আবদুল লতিফ জনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ সালাহ উদ্দিন আহমেদকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের সামর্থ্য সীমিত। সালাহ উদ্দিন আহমেদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।