হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। শনিবার দুপুরে মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন সংস্থাটির মহাপরিচালক।
সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।’
প্রধানমন্ত্রী ‘ইসলামবান্ধব, আলেমবান্ধব’ উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক আরও বলেন, ‘তিনি কওমী মাদরাসার ১ হাজার ১০ জন আলেমকে সরকারি চাকরি দিয়েছেন, যা বিশ্বের অন্য কোনো দেশে নেই।’
সভায় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সাইফুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
বর্তমানে মাদক একটি ভয়াবহ সমস্যা উল্লেখ করে সাইফুজ্জামান আরও বলেন, ‘এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের পাশপাশি ইমাম ও আলেমদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজোয়ান, ইসলামী ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আকরামুল হক, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান প্রমুখ।