হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলমান সংসদের ২১তম এ অধিবেশন মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে শুরু হয়।
এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এর আগে কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়।
আগামী ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন। এরপর দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হবে। আর কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
জানা গেছে, এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। নির্বাচনী বছরের বাজেট অধিবেশন হওয়ায় অনেক সময় একে ‘নির্বাচনী বাজেট’ও বলা হয়ে থাকে।
২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল চলে। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।